হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে কাঠচোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০, স্থানীয় বিএনপি নেতার দিকে অভিযোগের আঙুল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চন্দনাইশ থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে কাঠচোরদের হামলায় বন বিট কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বনের গাছ কাটতে বাধা দিতে গেলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পরানজুরানি নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস।

ইমরুল কায়েস জানান, ধোপাছড়ির পরানজুরানি নামক এলাকা থেকে মোজাম্মেল হক মেম্বারসহ ১৫-২০ জনের একদল কাঠচোরের সেগুনগাছ কেটে নিয়ে আসার খবর পেয়ে ধোপাছড়ি বন বিট কর্মকর্তা সুদত্ত চাকমা বনরক্ষীদের নিয়ে তাদের বাধা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কাঠচোরের দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় বন বিট কর্মকর্তাসহ প্রায় ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাঁদের দোহাজারী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লাহ, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, শুভ ইসলাম, পাহারা দলের দলনেতা মো. কুতুব রয়েছেন। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা এ হামলা করেছে তিনি জানেন না। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযোগের ব্যাপারে মোজাম্মেল হক মেম্বার জানান, পরানজুরানি এলাকায় সড়কের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বারবার গাছের ডাল ভেঙে পড়ছিল। এতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনৈক মোরশেদের মালিকানাধীন গাছগুলো কেটে রাখা হয়। গাছগুলো বন বিভাগকে দেখাতেও বলেন তিনি। এদিকে খবর পেয়ে গতকাল বন বিভাগের লোকজন গাছগুলো আনতে গেলে গাছের মালিক ও স্থানীয়রা এতে বাধা দেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় জড়িত না থাকার দাবি করেন তিনি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক