হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাকিগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে, দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। সন্ধ্যা ৭টার দিকে একটি রেললাইন ক্লিয়ার করার পর চট্টগ্রাম থেকে সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৭টায় ছেড়ে যায়। একই সঙ্গে ঢাকাগামী ৭০৩ মহানগর গোধূলি এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ৷ এই সব ট্রেনের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে রেলওয়ে।

তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা যায়নি। ওই রুটে একটি লাইন ক্লিয়ার করে ট্রেনগুলো চালানো হচ্ছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলো ধীর গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত ৬ ঘণ্টার চেয়ে বেশি সময়ে ঢাকায় পৌঁছবে।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত ১১ টায়ও উদ্ধার করা যায়নি। আমরা ডাবল লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার করেছি। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।

দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ঢাকায় গেছেন।

উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলছিল।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ