চট্টগ্রামের যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আফসার উদ্দিন রিয়াদ (৩৫) ও তাঁর সহযোগী মাদক মামলার পলাতক আসামি আলমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৫ জুলাই) নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ সিঅ্যান্ডবি কলোনির বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া রিয়াদ চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি। ২০১৩ সালে মুরাদ হত্যার পরও তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পায়। হত্যা মামলা ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে। বর্তমানে সে ইয়াবা ব্যবসায় যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবা এনে সে চট্টগ্রামে বিক্রি করে।
মোহাম্মদ মহসীন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ সিঅ্যান্ডবি কলোনির বিএডিসি স্টাফ কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় কক্সবাজার থেকে আসা আলম নামে একজনকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা এবং ইয়াবা বিক্রি থেকে পাওয়া ৪১৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একটি মামলা ছিল। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আবারও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।