হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিভি চ্যানেল আছে বলে বিএনপির অস্তিত্ব দেখা যাচ্ছে: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড . হাছান মাহমুদ বলেছেন, ‘এখনো টেলিভিশন চ্যানেল আছে বলে বিএনপির অস্তিত্ব দেখা যাচ্ছে। টেলিভিশন চ্যানেল না থাকলে বিএনপির অস্তিত্বই থাকত না।’ 

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়, তখন বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে। পদ্মা সেতুর সকল কাজ প্রায় শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। করোনাকালীন যখন করোনার টিকা দেওয়া শুরু করেছে সরকার, তখনো তারা বিভ্রান্তি ছড়িয়েছে।’ 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর ১৩০টা দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সরকার করোনা যেভাবে মোকাবিলা করেছে, এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে, জাতিসংঘ প্রশংসা করেছে, বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করেছে। কিন্তু বিএনপি প্রশংসা না করে উল্টো বিভ্রান্তি ছড়িয়েছে। অন্যদিকে দেখা গেছে, বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির নেতৃবৃন্দ টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর যখন কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তখনো সারা দেশে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের তারা উৎসাহ দিয়েছে, যাতে পণ্য মজুত করে রাখে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে। বিএনপির কাজ কেবল বিভ্রান্তি ছড়ানো।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার, গিয়াস উদ্দিন খান স্বপন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫