চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর এই মামলা করেছিল নির্বাচন কমিশন। তিনি (মোস্তাফিজুর রহমান চৌধুরী) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিককে মারধর ও নাজেহালের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে ২৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে ২৪ ডিসেম্বর কমিশন সচিবালয়ের উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।