হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বাঁশখালীর এমপি মোস্তাফিজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর এই মামলা করেছিল নির্বাচন কমিশন। তিনি (মোস্তাফিজুর রহমান চৌধুরী) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।’

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিককে মারধর ও নাজেহালের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে ২৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

এর আগে ২৪ ডিসেম্বর কমিশন সচিবালয়ের উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প