হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর চৌমুহনীতে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের চাপায় শাহ আলম (৩৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দরবেশপুর গ্রামে। আজ শুক্রবার সকালে নোয়াখালী-চট্টগ্রাম সড়কের চৌমুহনী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল ৯টার দিকে বাসটি চৌমুহনী চৌরাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক শাহ আলমসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালক শাহ আলম মারা যান।

এ নিয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়া অটোরিকশাচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা