হোম > সারা দেশ > নোয়াখালী

সাগরে লুটের পর ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয় ডাকাতেরা, ৩ দিন পর ১৫ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গভীর সমুদ্র থেকে কোস্ট গার্ডের উদ্ধার করা জেলেরা। ছবি: আজকের পত্রিকা

গভীর সমুদ্রে ডাকাত দলের কবলে পড়েছে মাছ শিকারের একটি ট্রলার। ডাকাতেরা ট্রলারে থাকা মাছ, খাবার, জাল, ইঞ্জিনের ব্যাটারি, তেলসহ বিভিন্ন জিনিস লুট করে নেয়। এরপর ১৫ জেলেসহ ইঞ্জিন বিকল ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে তিন দিন ধরে। জেলেরা মোবাইল ফোনের নেটওয়ার্ক না পাওয়ায় কারও সঙ্গে যোগাযোগও করতে পারেননি। একপর্যায়ে কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করে।

আজ শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাছ ধরার উদ্দেশ্যে ৮ আগস্ট ১৫ জেলেসহ একটি ট্রলার সমুদ্রে যায়। এটি ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বরগাংগুরিয়ার দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির শিকার হয়। পরে তিন দিন সমুদ্রে ভেসে থাকার পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে গতকাল বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন জেলেরা। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।

মিডিয়া কর্মকর্তা রাফিদ জানান, গতকাল রাত ৮টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ জেলেসহ ট্রলারটি নিরাপদে উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়। পরে তা মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২