হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে ১০ দিনে আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে ১০ দিনে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে চারজন। চলতি মাসের আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলার সিভিল সার্জন কার্যালয় মৃত্যুর তথ্য জানায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর তৌহিদ (১৩) নামে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা গেছে। ৫ নভেম্বর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বর্ণ নামে ১১ বছর বয়সী এক শিশু। ৮ নভেম্বর একই হাসপাতালে আর্য দত্ত নামে ৭ বছর বয়সী শিশু এবং ৯ নভেম্বর চমেক হাসপাতালে আবিদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

এ ছাড়া ২ নভেম্বর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী আবুল কালাম নামে এক ব্যক্তি, ৬ নভেম্বর চমেক হাসপাতালে মো. রকিব নামে ২৬ বছর বয়সী এক যুবক, একই দিন পার্কভিউ হাসপাতালে আয়েশা সেলিম নামে ৪৫ বছর বয়সী নারী মারা যান, ৯ নভেম্বর একই হাসপাতালে জ্ঞানেন্দ্র নাথ মিত্র নামে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মৃত্যু হয়।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসে ১২ এবং সেপ্টেম্বর মাসে তিনজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং অন্যান্য হাসপাতালে ৭১ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে। তবেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। 

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা