হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে ১০ দিনে আটজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে ১০ দিনে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে চারজন। চলতি মাসের আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলার সিভিল সার্জন কার্যালয় মৃত্যুর তথ্য জানায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর তৌহিদ (১৩) নামে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা গেছে। ৫ নভেম্বর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বর্ণ নামে ১১ বছর বয়সী এক শিশু। ৮ নভেম্বর একই হাসপাতালে আর্য দত্ত নামে ৭ বছর বয়সী শিশু এবং ৯ নভেম্বর চমেক হাসপাতালে আবিদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

এ ছাড়া ২ নভেম্বর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ বছর বয়সী আবুল কালাম নামে এক ব্যক্তি, ৬ নভেম্বর চমেক হাসপাতালে মো. রকিব নামে ২৬ বছর বয়সী এক যুবক, একই দিন পার্কভিউ হাসপাতালে আয়েশা সেলিম নামে ৪৫ বছর বয়সী নারী মারা যান, ৯ নভেম্বর একই হাসপাতালে জ্ঞানেন্দ্র নাথ মিত্র নামে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মৃত্যু হয়।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসে ১২ এবং সেপ্টেম্বর মাসে তিনজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং অন্যান্য হাসপাতালে ৭১ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে। তবেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত