হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে বিএনপিসহ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপিসহ যুবদল–ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে স্ব স্ব কেন্দ্রীয় সংগঠন। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীকালে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অপর দিকে হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। 

এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্তি করার কথা জানানো হয়।

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ