কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবি। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ সীমান্তের শূন্য রেখার তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ফজর আহম্মদের ছেলে মো. জয়নুল আবেদীন (৬৫)।
বিজিবি জানিয়েছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/ ৯৯৯.৯৯ পিউর ৩৩টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ হাজার ৪০ টাকা।