হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় লেবুবাগানে সন্ত্রাসীদের গুলি, মারমা যুবক নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেবুবাগান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহত ব্যক্তিরা একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

আহত ব্যক্তিদের মধ্যে বুকে গুলি লাগা মংরে মারমার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তাঁরা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহত ব্যক্তিরা পেশায় লেবুচাষি। প্রতিদিন লেবুবাগান পরিচর্যা, লেবু তোলা ও বিক্রি করে সংসার চালান। সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটছে। তাই প্রায় রাতে তাঁরা বাগান পাহারা দিতে সেখানে রাত্রি যাপন করেন। গতকাল বুধবার রাতে তাঁরা চারজন লেবুবাগান পাহারা দিতে গেলে ভোরে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।

জানা যায়, সম্প্রতি প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিল সন্ত্রাসীরা। এ ছাড়া রাতের আঁধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। সর্বশেষ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিনদুপুরে নুরুল ইসলাম তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

খুনের ঘটনায় জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক