হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, সেট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে ভুলে দ্বিতীয় পত্র দিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে দ্বিতীয় পত্রের সেই সেট বাতিল করে প্রথম পত্রের প্রশ্নে একটু দেরিতে পরীক্ষা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বিজয় সরণি কলেজ কেন্দ্রে ভুলে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্র দিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীরা বিষয়টি কেন্দ্র পর্যবেক্ষকদের জানালে প্রশ্ন ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিত রাখা হয়। কিছু সময় পর প্রথম পত্রের প্রশ্নেই পরীক্ষা নেওয়া হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের। কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় সরণি কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্ন ভুলে কেন্দ্রে পৌঁছে গেছে, সেই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না জানিয়ে প্রফেসর রেজাউল করিম বলেন, বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কেন এমন ভুল হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী