হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিককে মারধর, চবি ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে মামলা 

চবি সংবাদদাতা

সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা হয়েছে। আজ বুধবার ভুক্তভোগী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।’ 

আসামিরা হলেন–আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের এম ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, ইতিহাস বিভাগের অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ইসহাক আলম ফরহাদ। তারা শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতা কর্মী। 

এর আগে গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মারধরের শিকার হন সাংবাদিক শাহরিয়াজ। হামলাকারীরা তার পেছন দিয়ে এসে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে উপর্যুপরি মারধর করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা আহত অবস্থায় শাহরিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করান। 

বাদী শাহরিয়াজ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতা কর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’ 

তিনি বলেন, ‘তারা পেছন দিক থেকে এসে মাথায় ও মুখে কাপড় পেঁচিয়ে আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার