হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিককে মারধর, চবি ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে মামলা 

চবি সংবাদদাতা

সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা হয়েছে। আজ বুধবার ভুক্তভোগী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।’ 

আসামিরা হলেন–আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের এম ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, ইতিহাস বিভাগের অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ইসহাক আলম ফরহাদ। তারা শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতা কর্মী। 

এর আগে গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মারধরের শিকার হন সাংবাদিক শাহরিয়াজ। হামলাকারীরা তার পেছন দিয়ে এসে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে উপর্যুপরি মারধর করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা আহত অবস্থায় শাহরিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করান। 

বাদী শাহরিয়াজ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতা কর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’ 

তিনি বলেন, ‘তারা পেছন দিক থেকে এসে মাথায় ও মুখে কাপড় পেঁচিয়ে আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত