হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিককে মারধর, চবি ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে মামলা 

চবি সংবাদদাতা

সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা হয়েছে। আজ বুধবার ভুক্তভোগী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।’ 

আসামিরা হলেন–আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের এম ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, ইতিহাস বিভাগের অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ইসহাক আলম ফরহাদ। তারা শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতা কর্মী। 

এর আগে গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মারধরের শিকার হন সাংবাদিক শাহরিয়াজ। হামলাকারীরা তার পেছন দিয়ে এসে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে উপর্যুপরি মারধর করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা আহত অবস্থায় শাহরিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করান। 

বাদী শাহরিয়াজ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতা কর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’ 

তিনি বলেন, ‘তারা পেছন দিক থেকে এসে মাথায় ও মুখে কাপড় পেঁচিয়ে আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট