হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যাংক থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে চিরকুট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর কৃষি ব্যাংকের পুরান বাজার শাখার নৈশপ্রহরী রাশেদ হোসেনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঝাড়ুদার ব্যাংকের দরজা খুললে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানালে আজ দুপুরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।

রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

২০২২ সালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি হন রাশেদ হোসেন। এরপর কৃষি ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। রাশেদ ব্যাংকের একটি কক্ষে থাকতেন। রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন এবং দিনে কলেজে পড়তেন।

ব্যাংক ম্যানেজার যোগেন চন্দ্র পাল বলেন, ‘খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম আজকের পত্রিকাকে বলেন, রাশেদ হোসেন মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছে লোকজন ১ হাজার ৬০০ টাকা পাবে, সেই টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই নিয়ে কোনো জটিলতা করবে না।’

ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল