হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যাংক থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে চিরকুট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর কৃষি ব্যাংকের পুরান বাজার শাখার নৈশপ্রহরী রাশেদ হোসেনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ঝাড়ুদার ব্যাংকের দরজা খুললে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানালে আজ দুপুরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।

রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

২০২২ সালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি হন রাশেদ হোসেন। এরপর কৃষি ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। রাশেদ ব্যাংকের একটি কক্ষে থাকতেন। রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন এবং দিনে কলেজে পড়তেন।

ব্যাংক ম্যানেজার যোগেন চন্দ্র পাল বলেন, ‘খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম আজকের পত্রিকাকে বলেন, রাশেদ হোসেন মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছে লোকজন ১ হাজার ৬০০ টাকা পাবে, সেই টাকা পরিশোধ করবে এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই নিয়ে কোনো জটিলতা করবে না।’

ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১