হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের কাঁচাবাজারে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সবাই পরছেন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাধারণত কাঁচাবাজারগুলোতে অতিরিক্ত মানুষ থাকে। ফলে স্বাস্থ্যবিধি এসব জায়গায় মানা হয় না বললেই চলে। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট বাজারে আজ শুক্রবার সকাল থেকে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতা-বিক্রেতারা সবাই মাস্ক পড়ে বাজারে এসেছেন, মানছেন স্বাস্থ্যবিধি বলে নিশ্চিত করেছেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভালো লাগার কথা জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, অভিযানে শুধু এক থেকে দুজনের মুখে মাস্ক দেখা যায়নি। তাঁদের জরিমানা করা হয়েছে। যেখানে অন্য সব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেখানে কাঁচাবাজারে এমন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি মানা আসলেই ইতিবাচক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আজ সকাল থেকে খুলশী ও বায়েজিদ এলাকার নাসিরাবাদ, বাংলাবাজার, ডেবার পাড়, অক্সিজেন, বালুছড়ায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি মামলা করা হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়। 

এদিকে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) নাঈমা ইসলাম। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ১০টি মামলার পাশাপাশি ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন। 

এ ছাড়া বাকরিয়া ও চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় তিনি ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৯টি মোটরসাইকেল ও ১টি গাড়ি জব্দ করা হয়েছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা