চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথেই এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আবদুল জব্বার (২০) নামে আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
জানা যায়, নিহত জয়নাল আবেদীন হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ছাড়া আহত আবদুল জব্বার আবদুল কাদেরের ছেলে। তিনি হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জয়নাল বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথেই অজ্ঞাত বাসের চাপায় পিষ্ট হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।