হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় চারজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবরশাহ থানা এলাকার বরিশালঘোনায় এবং রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয়নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি আছেন। 

পাহাড়ধসে নিহতরা হলেন শাহিনুর আক্তার (৩২), মাইনুল আক্তার (২৪), লিটন (২৩) ও ইমন (১৪)। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, রাত ১টার দিকে এক নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসের সংবাদ পেয়ে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। 

ফারুক হোসেন সিকদার বলেন, পরে রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়’স লেকের লেকসিটি বিজয়নগর এলাকায় আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে লিটন ও ইমন নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শাহিনুর ও মাইনুল আক্তার নামে দুজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’