হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে চকবাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলার সদর থানার সুলতানপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় সিএমপি পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের এই নেতাকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে সিএমপি উপ-কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই দুপুরে ষোলোশহর দুই নম্বর গেইটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের প্রতিরোধের নামে মিঠুন চক্রবর্তী ও তাঁর সহযোগীরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাংচুর ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাঁর গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি মিঠুন। ভিডিও দেখে তাঁকে শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাঁকে ফেনী জেলায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিসি রইছ উদ্দিন বলেন, ‘জুলাইয়ে ওই ঘটনার সময় মিঠুন একটি বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেছিল। তবে পিস্তলটি অন্য আরেকজনের কাছ থেকে সে নিয়েছিল। পরে সেটা আবার ফেরত দিয়েছে বলে আমাদের জানায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, মিঠুন সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিল। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে তাঁদের কাছে তথ্য আছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে