হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪ 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতদের হলেন-কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মঞ্জুরুল আলমের মেয়ে ও চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আবু সাঈদের স্ত্রী তন্নী (২০), নিহত তন্নীর মেয়ে মুনতাহা (২), তন্নীর খালা দেবীদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফের স্ত্রী খালা রেজিয়া (৪৫) ও দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমান (২৫)।

আহতরা হলেন-নিহত তন্নীর মা রাজিয়া বেগম (৩৮), ভাই সিয়াম (১৬) ও নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮)।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, ‘কুমিল্লামুখী অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে অপর একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ সময় আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’

হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও অটোরিকশাচালক হাবিবুর রহমান মারা যায়। আহত রাজিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন। পরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশু ও অটোরিকশাচালক মারা যান। ঘাতক বাস ও পিকআপ ভ্যানকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ