হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সতর্কতার পরেও লোহার কারখানায় কালো ধোঁয়া, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জরিমানা ও সতর্ক করার পরেও কালো ধোঁয়া ছড়ানোর দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নামের একটি লোহার কারখানাকে আবারও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে নগরের নাসিরাবাদ শিল্প আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজে অভিযান চালান নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর এই কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং কারখানাটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

পরিবেশসম্মত উৎপাদনব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কালো ধোঁয়া ছড়ানোর বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছেন। তাঁদের অভিযোগ, কালো ধোঁয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেন। এর পরও সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া বের হচ্ছিল।

মাসুদ রানা বলেন, ‘কারখানাটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ আখ্যায়িত করে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অংশ নেয়।’

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১