হোম > সারা দেশ > কক্সবাজার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: টেকনাফে ৫ ইয়াবা কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পাঁচজন ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আজ রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।

মামলায় আসামি ৫ ইয়াবা কারবারি হলেন- টেকনাফের নাজির পাড়ার আবদুর রহমান, তার পিতা হাজী মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সোবেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

মামলার বাদী সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, দুদক ৫ আসামিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, দুদক তদন্ত করে এই আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী