হোম > সারা দেশ > কক্সবাজার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: টেকনাফে ৫ ইয়াবা কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পাঁচজন ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আজ রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।

মামলায় আসামি ৫ ইয়াবা কারবারি হলেন- টেকনাফের নাজির পাড়ার আবদুর রহমান, তার পিতা হাজী মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সোবেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

মামলার বাদী সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, দুদক ৫ আসামিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, দুদক তদন্ত করে এই আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা