হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ার মেঘনায় জেলেদের দুপক্ষের গোলাগুলি, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানা গেছে। 

এদিকে ঘটনার পর থেকে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন জেলেরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরসংলগ্ন ঠেঙ্গারচর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২৬) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নূর আলম মিয়া (২৮)। 

নিখোঁজ জেলেরা হলেন রাজু, জুয়েল, আব্দুর রহমান, হোসেন ও ইসমাইল। 

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর সন্দীপ ও ঠেঙ্গারচর অংশে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন। কিছুদিন আগে মেঘনা নদীর মাছ শিকারের এই খোপ দখলের চেষ্টা চালান সুবর্ণচরের কেফায়েত মেম্বার। গতকাল বুধবার সন্ধ্যায় কেফায়েত মেম্বারের লোকজন ঠেঙ্গারচর এলাকার ওই খোপ দখল করতে যায় এবং জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় মাইন উদ্দিন ও অলি মাঝির লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মাইন উদ্দিন ও অলি গ্রুপের দুজন গুলিবিদ্ধ হন। পরে ভাসানচর ও সন্দীপ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষই পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় ভাসানচর কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।’ 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘনায় দুই পক্ষের গোলাগুলির খবর আমরা পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পেয়েছি। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি।’

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার