হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)। 

নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।  

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ