হোম > সারা দেশ > বান্দরবান

‘কেএনএফের পুঁতে রাখা’ মাইন বিস্ফোরণে সেনাসদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন। 

নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা। 
 
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ