হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রীকে ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদুতে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাকরি থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ওই শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে বিয়ে করাসহ ১ একর জমি লিখে দেওয়ার শর্তে জামিন পেয়ে পুনরায় বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

আজ বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা সদরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন—আব্দুল রহিম (৪৬)। তিনি লংগদুর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

বিক্ষোভকারী বলছে, প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ মামলায় রাঙামাটির আদালত ২০২২ সালে ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে ও ১ একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে ২০২৩ সালের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিনের পর ২০২৩ সালের ২৩ জুন স্কুলে যোগদান করেন। এমন ব্যক্তিকে তারা শিক্ষক হিসেবে মেনে নেবেন না। এরই প্রেক্ষিতে বিদ্যালয় থেকে তাঁকে আজীবন বহিষ্কারের উপজেলায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। 

সমাবেশ ও মানববন্ধনে প্রত্যেক বক্তাই ওই শিক্ষককে বহিষ্কারের দাবি জানান। এতে বক্তব্য রাখেন—লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের শিক্ষার্থী লিতু চাকমা, সাবেক শিক্ষার্থী কল্যাণ প্রিয় চাকমা।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক