হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ২ দিনের রিমান্ডে ৫ আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের পর আপত্তিকর ভিডিও ধারণের ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালত আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২) ও সাইফুল ইসলাম (২৪)। 

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত রোববার একই আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গত ২০ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করেন। 

ওই ছাত্রীর অভিযোগ, রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন পাঁচ যুবক। এ সময় ওই ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। 

এ ঘটনায় গত শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে র‍্যাব প্রথমে চারজনকে গ্রেপ্তার করে। পরে শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হাটহাজারী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট