হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির গোলাগুলিতে ১৯ জন রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সময় নাইক্ষ্যংছড়িতে আটক করেছে বিজিবি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। আজ সোমবার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টহলকালে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান, তিনি দেখভাল করেন ৩৪ বিজিবি অধীনস্থ এলাকা ঘুমধুম সীমান্ত। তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল ও পাহারায় রেখেছেন জোয়ানদের।

বিজিবি জানান, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ৩৪ বিজিবি। আটকদের মধ্যে তিনজন পুরুষ, আটজন নারী ও ৮ শিশু রয়েছে।

তারা জানায়, গত ৯ নভেম্বর থেকে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘর্ষে প্রাণরক্ষা করতে পালিয়ে এসেছিল।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে ১১ বিজিবি জানান, গতকাল রোববার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক ৫ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।

১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল সাহল আহমেদ নোবেল বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহল ও পাহারা জোরদার করেছেন।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী