হোম > সারা দেশ > কুমিল্লা

আবার আদালতে সেই ইকবাল হোসেন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আজ শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিটে আদালতে তোলা হয়েছে। মুখ্য বিচারিক হাকিম ফারহানা সুলতানার আদালতে তাদের তোলা হয়। 

গত শনিবার কুমিল্লা মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হয়েছিল ইকবালকে। সে সময় পুলিশের পক্ষ থেকে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে কোতোয়ালী থানায় দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাইবে সিআইডি। 

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘিপাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি