হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে কিশোর-কিশোরীর আত্মহত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোরী-কিশোরী একসঙ্গে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রেমে ব্যর্থ হয়ে ফুপাতো ভাই (১৫) ও মামাতো বোন (১২) এই পথ বেছে নিয়েছে বলে জানান স্থানীয়রা। 

পুলিশ জানায়, তারা বিষ পান করার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আজ রোববার ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চাঁদপুর মর্গে পাঠায় থানার পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর বাড়িতে থাকত ওই কিশোর। তার মামা চারটি বিয়ে করেন। ওই কিশোরী তৃতীয় সংসারের মেয়ে। ওই কিশোরীর মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার সংসারেই থাকত সে। কিশোরের মামার চতুর্থ স্ত্রীর সঙ্গে থাকত সে। 

কিশোরের মামার চতুর্থ স্ত্রী জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘরে এসে দেখেন তাঁর মেয়ে উদ্ভট শব্দ করছে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলেনি। এর কিছুক্ষণ পরে আবার তাঁর ফুপাতো ভাইয়ের একই অবস্থায় দেখেন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে জানতে পারেন তারা বিষপান করেছে। কিন্তু কেন তারা বিষ পান করল, তা বুজতে পারছেন না বলে জানান তিনি। 

প্রতিবেশী আ. মতিনসহ কয়েকজন জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের জের ধরেই আত্মহত্যা করেছে। কিশোর এবার দশম শ্রেণির ছাত্র এবং কিশোরী চতুর্থ শ্রেণির ছাত্রী। 

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, তাদের মরদেহ এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সত্যতা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল