হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী টানেল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল অ্যাপ্রোচ সড়কে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার পারভেজ (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু টানেল অ্যাপ্রোচ সড়ক বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে। পরিবারে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কোরিয়ান কেইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সাইকেলে চালিয়ে আজ মঙ্গলবার ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহেল বলেন, পারভেজ ভোর সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই আনোয়ার শাহাদাত বলেন, ‘আমার বড় ভাই প্রতিদিনের মতো আজ সকালেও সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম