হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম-১ এর ৪ সদস্যের একটি টিম এই অভিযান চালায়। 

অভিযানে অংশ নেন উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, উপপরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক মো. এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসাইন। 

দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন নম্বর—১০৬-এ এক গ্রাহক সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। এ প্রেক্ষিতেই চমেক হাসপাতালে অভিযান চালানো হয়। এর মধ্যে হাসপাতালের প্রধান ওষুধ স্টোর ও যন্ত্রপাতি স্টোর এবং ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ওষুধ সরবরাহের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক টিম। তাঁরা অনিয়মের বিষয়ে প্রমাণ পান। 

দুদক কর্মকর্তা উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত সাংবাদিকদের বলেন, অল্প সময়ে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে ওষুধের স্টোরের হিসেবের সঙ্গে ফার্মেসিতে নিয়ে আসা হিসাবের মিল নেই। এসব হিসেব ঠিকভাবে রেজিস্ট্রার খাতায় লেখাও হয়নি। এ নিয়ে ফার্মেসিতে দায়িত্বরতকে জিজ্ঞাসাবাদ করলে, কোনো সদুত্তর তারা দিতে পারেনি। 

মো. নাজমুচ্ছায়াদাত আরও বলেন, আমরা কাগজপত্র নিয়েছি। বিষয়গুলো আরও তদন্ত করে দেখা হবে। এসব কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালের একটি সিন্ডিকেট সরকারি ওষুধের সঙ্গে জড়িত। গত ৭ ফেব্রুয়ারি ২৬ নম্বর ওয়ার্ড থেকে ওষুধ চুরির অপরাধে দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা