চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের আশ্বাসে ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে (২৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঝিওরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মিনহাজুল ইসলাম (৩২) উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘অভিযুক্ত যুবকের বাড়িতে তার স্ত্রী আছে বলে সে পুলিশকে জানায়।’
মামলার এজাহার সূত্র জানা যায়, ভিকটিম উপজেলার চাতরী চৌমহনী বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। চাকরির সুবাদে অভিযুক্ত মিনহাজের সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে একটি ভাড়া বাসায় ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে উপজেলার ঝিওরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।