হোম > সারা দেশ > কুমিল্লা

লালমাই পাহাড় থেকে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

শিশু নিহত মো. রিফাত হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই পাহাড় থেকে মো. রিফাত হোসেন (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চণ্ডীমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত হোসেন পার্শ্ববর্তী বরুড়া থানার চণ্ডীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের পর রিফাত নিজ বাড়ি থেকে বের হয়। পরে তাকে খুঁজে না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চণ্ডীমুড়া পাহাড়ে শিশুর গলাকাটা মরদেহ পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ শনাক্ত করেন তাঁরা।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাহাড়ে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি