হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে নির্মাণাধীন ৪৫ ফুট উচ্চতার বুদ্ধমূর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধবিহার প্রাঙ্গণে নির্মিত হচ্ছে ৪৫ ফুট উচ্চতার ধ্যানরত বুদ্ধমূর্তি। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন এই বুদ্ধমূর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন করা হয়েছে। 

রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধবিহারের ব্যবস্থাপনায় ধাম্মা বিজয়া বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা পরিষদ  আয়োজিত অষ্টধাতু প্রতিস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উ. কিত্তিমা মহাথেরো। 

অনুষ্ঠানে বিভিন্ন ভিক্ষু, দানবীর ব্যক্তি, জনপ্রতিনিধিসহ হাজারো দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আজ সকাল থেকে সমবেত বন্দনা ও পঞ্চশীল গ্রহণ, ত্রিপিটক পাঠ, বিশ্বশান্তির কামনায় পরিত্রাণ সূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ধম্মাবিজয়া বুদ্ধ মূর্তিতে অষ্টধাতু স্থাপন, ধর্মীয় দেশনা ও দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়। 

রাজস্থলী মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো বুদ্ধমূর্তি নির্মাণের খরচ বিষয়ে বলেন, ‘কেবল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ নয়, হিন্দু খ্রিষ্টান, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সবার দানের টাকায় এই বুদ্ধমূর্তি গড়ে তোলা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রধান আশীর্বাদক লংগদু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. সুমনা মহাথেরো বলেন, ‘ধ্যানরত বুদ্ধমূর্তির অনেক গুরুত্ব রয়েছে বৌদ্ধধর্মে। দেশে ধ্যানরত অবস্থায় এত বড় একটি বুদ্ধমূর্তি নির্মাণ অত্যন্ত গৌরবের। নতুন এই বুদ্ধমূর্তি পর্যটনেও ভূমিকা রাখবে। দেশ-বিদেশের অনেক পর্যটক আসবেন এটি দেখতে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক