হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুম সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্ক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

উখিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আবারও থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন স্থানীয়রা। 

তুমব্রু এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে রাখাইনের মংডুতে হওয়া গোলাগুলির শব্দ কমপক্ষে ৫০ বারের মতো শোনা গেছে। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সেলফোনে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের পর থেকে একটানা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে আগে সীমান্ত ঘেঁষা এলাকায় গোলাগুলি হতে দেখা গেলেও আজ গোলাগুলির শব্দে মনে হয়েছে সংঘর্ষস্থল সীমান্ত থেকে কিছুটা দূরের এলাকায়।’

জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে। মর্টার শেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। 

ঘুমধুম উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, গোলাবারুদের শব্দে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ওড়াউড়ির কারণে মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে। প্রায়ই আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানগুলো উড়তে দেখা যায়। 

মোহাম্মদ আজিজ বলেন, ‘গত ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় চারটি মর্টার শেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়।’

এদিকে, মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সেদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সম্প্রতি সেই সংঘর্ষ আরও বেড়েছে। উভয়পক্ষের হতাহতের খবরও আসছে বিভিন্ন গণমাধ্যমে। 

আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মূল সংঘর্ষ চলছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। এর ফলে এই সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশেও।

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু