হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত ঢাকা থেকে গ্রেপ্তার

হোমনা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হোমনায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে হোমনা থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ৪ বছর বয়সী শিশুটি বাড়িতে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের বখাটে কামাল শিশুটিকে গাছের পাকা জাম দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে শিশুটির মা দৌড়ে প্রতিবেশী কামালের ঘরে যান। শিশুর মাকে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত কামাল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় তার মা ও পরিবারের লোকজন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে হোমনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দিন রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে রোববার রাতেই হোমনা থানায় মামলা করেছেন। পরদিন সোমবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি কামাল হোসেনকে আজ শুক্রবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের