হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত ঢাকা থেকে গ্রেপ্তার

হোমনা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হোমনায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে হোমনা থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ৪ বছর বয়সী শিশুটি বাড়িতে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের বখাটে কামাল শিশুটিকে গাছের পাকা জাম দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে শিশুটির মা দৌড়ে প্রতিবেশী কামালের ঘরে যান। শিশুর মাকে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত কামাল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় তার মা ও পরিবারের লোকজন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে হোমনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দিন রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে রোববার রাতেই হোমনা থানায় মামলা করেছেন। পরদিন সোমবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি কামাল হোসেনকে আজ শুক্রবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ