হোম > সারা দেশ > চট্টগ্রাম

তাঁতী দলের নেতার বাড়িতে ৭ মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

তাঁতী দলের নেতার বাড়িতে সাত মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

সাত মাস পলাতক থাকার পর নোয়াখালীর হাতিয়ায় তাঁতী দলের নেতার বাড়ি থেকে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁতী দলের বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি সৈকত তাঁর সম্পর্কে শ্যালক।

স্বজনেরা জানান, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন বেদন তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে সৈকত তাঁর কাছ থেকে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা নেন। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।

অন্যদিকে সৈকত বলেন, ‘আটক আলাউদ্দিন বেদন সম্পর্কে আমার দুলাভাই। কিন্তু তিনি আমাদের বাড়িতে পালিয়ে আছেন, এটা আমি জানতাম না। এ ছাড়া টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

জানতে চাইলে উপজেলা তাঁতী দলের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোক। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ির বাগান থেকে বেদনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। পরে তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত