হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হামলা: ছেড়ে দেওয়া আসামিকে আবার গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে সাজুকে আটক করা হয়েছিল। পরে ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বৈঠক করেন। রাত সাড়ে ১১টার দিকে সাজুকে ছেড়ে দেয় পুলিশ।

এ নিয়ে সমালোচনা শুরু হলে আসামি মো. সাজুকে বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবার গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন।

খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন বলেন, ‘একজনকে থানায় আনা হয়েছিল একটি অভিযোগের ভিত্তিতে। পরে ভুক্তভোগী পক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এটা নিয়ে আলোচনা শুরু হলে আবার তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

এ বিষয়ে মামলার বাদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলশীর উপবিভাগীয় প্রকৌশলী কুন্তল সরকার বলেন, ‘আমাদের মামলার ১ নম্বর আসামি মো. সাজু।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে লালখান বাজার পোড়া কলোনি এলাকায় অভিযান চালানোর সময় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় একদল লোক। পরে এ ঘটনায় মামলায় মো. সাজুসহ সাতজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়েছিল চার আসামিকে। তবে প্রধান আসামি সাজুসহ তিনজন পলাতক ছিলেন।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১