কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট রেল ব্রিজের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান জানান, পরিকোট রেল সেতুসংলগ্ন এলাকায় গতকাল রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে ওই ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।