চট্টগ্রাম নগরীর জামালখানে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক খুনের মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি শ্রাবণ দে (২০) পটিয়া উপজেলা ধলঘাট ইউপির মৃত অজিত দে’র ছেলে। মামলায় এই নিয়ে সাত জনকে গ্রেপ্তার করল পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় অভিযান চালিয়ে ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি শ্রাবণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’
২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আসকার বিন তারেক ইভান। তিনি কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
খুনের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার।