হোম > সারা দেশ > চট্টগ্রাম

রমজানে ১ টাকা লাভে পণ্য বেচে পুরস্কৃত শাহ আলম

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

রমজানে এক টাকা লাভে পণ্য বিক্রির কারণে ভোক্তা অধিকারের সম্মাননা পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গতকাল শুক্রবার তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে শাহ আলম। তিনি বাড়ির পাশে মধ্যচর কুমিরা নামক স্থানে চালতা তলা এলাকায় নিজের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। মাহে রমজান এলেই এক টাকা লাভে পণ্য বিক্রি করেন তিনি। ২০২৩ সালে রমজান মাসে ব্যবসায়ী শাহ আলম মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবারও এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন তিনি। তাঁর এই মহতী উদ্যোগ নিয়ে প্রতিবেদনও হয়েছে আজকের পত্রিকায়। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন চাঁদপুর জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নজরে আসে। এতে শাহ আলমের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাঁকে পুরস্কৃত করার আশ্বাস দেন। 

এ বিষয়ে ব্যবসায়ী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে “বেস্ট প্র্যাকটিস” সম্মাননা দিয়েছে। প্রথমেই আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের কারণে আমি সম্মানিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেন সব সময় এভাবে মানুষের পাশে থাকতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘আমি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে অনেক দাবি তুলে ধরেছি। আমরা ব্যবসায়ীরা যদি কমে পণ্য কিনতে পারি, তাহলে মানুষকে কমে পণ্য বিক্রি করতে পারব। তিনি আমাকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন।’

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন