হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে ৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সকাল ৮টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। 

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে। 

স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। 

এ বিষয়ে কুমিল্লা বিজিবি-১০-এর মিডিয়া উইং কর্মকর্তা শাহরিয়ার মুকুলকে ফোন দিলে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ হওয়ায় তিনি বক্তব্য দিতে পারবেন না। 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের দপ্তরে ফোন দেওয়া হলেও কেউ ধরেননি।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ