হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে ৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সকাল ৮টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। 

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে। 

স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। 

এ বিষয়ে কুমিল্লা বিজিবি-১০-এর মিডিয়া উইং কর্মকর্তা শাহরিয়ার মুকুলকে ফোন দিলে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ হওয়ায় তিনি বক্তব্য দিতে পারবেন না। 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের দপ্তরে ফোন দেওয়া হলেও কেউ ধরেননি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত