হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, আটক ৩৪ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে র‍্যাব-১১। তাঁরা জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী যানবাহন, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা তুলতেন বলে জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ তথ্যগুলো নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল। 

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হওয়ায় দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি জনদুর্ভোগ সৃষ্টি করায় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযানে নামে র‍্যাব। 

এ সময় সদর ও বেগমগঞ্জের বিভিন্ন সড়কে পণ্যবাহী যানবাহনে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছানোর সময় পথিমধ্যে নামে, বেনামে ভুয়া রসিদ দেখিয়ে কৌশলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে অর্থ চাঁদাবাজি করার সময় ৩৪ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ আনুমানিক ৯৮ হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল ফোন, লাঠিসোঁটা, অ্যাপ্রোন এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। 

কোম্পানি কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজির সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তা এবং সদরের মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজিচালিক অটোরিকশাতে চাঁদাবাজি করে। তাঁদের দাবিকৃত চাঁদা না দিলে প্রায় সময় চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগও রয়েছে আটককৃতদের বিরুদ্ধে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় ও সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা