হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর গায়ে গরম পানি ঢেলে দিলেন নারী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশে ভাইরাল ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম বা বাস্তবিক জীবনে, পোস্টে বা কমেন্ট বক্সে হরহামেশাই দেখা মিলে। তবে প্রতিবেশী এক বৃদ্ধকে মজার ছলে বলতে গিয়ে বিপাকে পড়েছে ১৩ বছরের এক কিশোরী। রাগের বশে পাতিলের গরম পানি ঢেলে দিয়েছেন ওই বৃদ্ধের ছোট ভাইয়ের বউ। এতে পুড়ে গেছে কিশোরীর শরীরের বিভিন্ন অংশ। 

এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াজের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দগ্ধ পপি আক্তারের স্বজনেরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। তবে ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটলেও কিশোরীর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগও তোলেন আহতের স্বজনেরা। 

আহত পপি একই এলাকার মৃত বিজলী আক্তারের মেয়ে। ছোটবেলায় মা-বাবার দুজনই মারা যাওয়ার পর জুঁইদণ্ডীর নানাবাড়িতে মামার কাছে রয়েছে।

আহত কিশোরী পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে জানিয়ে মামা মো. দিদারুল আলম বলেন, ‘বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় তার নানা–সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমির বশে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু” বলে কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ সাহারা খাতুন (৫৫) এসে তার শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।’ 

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড