হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সংঘর্ষের পর এবার চট্টগ্রামের ডিআইজি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন। বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়কে অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল থমকে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে।

অবরোধ চলাকালে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গতকাল মঙ্গলবার পটিয়ায় আমাদের ওপর জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিআইজির সঙ্গে কথা বলতে চাই। এখনো পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি।”

তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১২টার দিকে পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট