হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড়ধস, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি

ভারী বর্ষণে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড়ধসে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার রাতে পাহাড়ধসের পর খবর পেয়ে আজ রোববার সকালে সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর পর্যন্ত তাঁদের কাজ অব্যাহত রয়েছে।

স্থানীয় সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেদাক মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতের কোনো একসময় পাহাড়ধসের ঘটনা ঘটে। তাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

এদিকে অতিবৃষ্টিতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ এলাকায় পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। তাও ঝুঁকি নিয়ে ওই এলাকায় বসবাস করছে স্থানীয়রা।

খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, ‘আমার শালবন এলাকায় ১০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে ৩০ পরিবার অতিঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও পাহাড়ধসের শঙ্কা রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গত রাতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এখানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছেন। দ্রুততম সময়ের মধ্যে ধসে যাওয়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন