হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে মাদক কারবারি ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিজের মাদক কারবারি ছেলেকে ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দিয়েছেন এক নারী। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ওই নারী পুলিশে খবর দিলে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে তিনটি ইয়াবাসহ তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মুন্না মিয়া (৩৩)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াজী বলেন, ‘মুন্না নারায়ণগঞ্জে থাকত। কয়েক বছর হলো সে এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। এর আগে আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। আজ তার মা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।’ 

এ বিষয়ে মুন্না মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ বলছে, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তাঁর মাকে মারধর করতেন। আজ তিনি ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে, তাঁর মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। 

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনটি ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি