হোম > সারা দেশ > ফেনী

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

ফেনী প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মো. সায়েম নামের এক যুবদল নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।

গতকাল শনিবার (১২ জুলাই) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিলে এক ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে পেটাচ্ছেন। একপর্যায়ে একজন বলে ওঠেন, ‘আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানস?’

ভুক্তভোগী ব্যবসায়ী সুমন জানান, এক বছর আগে তাঁর দোকান মেসার্স সিয়াম স্টোর থেকে সায়েম ত্রিপল নিয়ে ৪ হাজার ৯১০ টাকা বকেয়া রাখেন। অনেকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি।

৯ জুলাই বিকেলে সায়েম পাশের দোকানে গেলে তিনি সরাসরি টাকা চান। ওই দিন রাতেই সায়েম, তাঁর ভাতিজা ফয়সাল এবং আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে দোকানে এসে সুমনকে মারধর করেন।

ভিডিওতে দেখা যায়, মারতে মারতে সুমনের গায়ের পোশাক খুলে নেওয়া হয়। তাঁকে মাফ চাইতে বাধ্য করা হয় সায়েমের কাছে। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা চলে যান।

জানা গেছে, অভিযুক্ত মো. সায়েম পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তবে দলীয় নিয়ম ভেঙে শীর্ষ নেতাদের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন বানানোর অভিযোগে গত ২৫ জুন তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরশুরাম পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি বলেন, ‘ওই ভিডিও আমরা দেখেছি। শৃঙ্খলাভঙ্গের জন্য সায়েমকে আগেই বহিষ্কার করা হয়েছে। দল তাঁর কোনো অন্যায় কাজের দায় নেবে না।’

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনাটি ৯ জুলাইয়ের। মূলত ব্যবসায়ী তাঁর পাওনা টাকা চাইলে এই মারধরের ঘটনা ঘটে। বিষয়টি বণিক সমিতির মাধ্যমে আপস-মীমাংসা হয়েছে বলে শুনেছি।’

ওসি আরও বলেন, পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং ভুক্তভোগীকে আইনানুগ ব্যবস্থা নিতে উৎসাহিত করেছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত সায়েমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

আরো পড়ুন:

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি