হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ৫ গরুর

প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ৫টি গরুর। আজ সোমবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক ফরিদ মজুমদার (৬৫) জানান, প্রতিদিনের মতো গরু ৫টি নিয়ে মাঠে যাচ্ছিলেন তিনি। কিছু দূর যাওয়ার পর পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে আসার পর একটি গরু মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। পরবর্তীতে একই কায়দায় অন্য ৪টি গরুর ছটফট করে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিনি লক্ষ্য করে দেখেন, খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। তিনি প্রাণ ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। গরুগুলো ছিল তাঁর একমাত্র সম্বল। এক সঙ্গে ৫টি গরুর মৃত্যুতে তিনি এখন সহায় সম্বলহীন বলে জানান।

খবর পেয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার বলেন, পল্লী বিদ্যুতের খাম খেয়ালির জন্যই অসহায় কৃষক ফরিদ মিয়া মজুমদারের গরুগুলোর প্রাণ গেছে। পল্লী বিদ্যুতের উচিত এর ক্ষতিপূরণ দেওয়া।

মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে খুঁটির ওপর থেকে একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। বিষয়টি স্থানীয়ভাবে আমাদের না জানানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পল্লী বিদ্যুতের কুমিল্লা অঞ্চলের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের সাপেক্ষে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের