হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পত্তি ক্রোক কেন নয়: আদালত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।

মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ার‌ম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।

বিষয়টি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যাংকের তথ্যমতে, কমপক্ষে এক দশক ধর ব্যাংক এশিয়ার সঙ্গে ব্যবসা করে আসছে আরামিট সিমেন্ট। প্রথম দিকে ঋণের বিপরীতে প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের মানও ভালো ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারে গা ঢাকা দেয় জাবেদের পরিবার। এরপর থেকে ব্যাংকের পাওনা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না প্রতিষ্ঠানটির কর্ণধারেরা। টাকা আদায়ে সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই ঋণখেলাপি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবিএল) একক আধিপত্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের। আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে তাঁদের পরিবারের সদস্যরাই ব্যাংকটির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে ব্যাংকটি থেকে নামে-বেনামে বিভিন্নভাবে বড় অঙ্কের ঋণ হাতিয়ে নিয়েছে জাবেদের পরিবার। এ ছাড়া ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখার ৬০০ কোটি টাকাসহ আরামিট গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ২ হাজার কোটি টাকা ঋণ আটকে গেছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী